হলমার্কের সহযোগী প্রতিষ্ঠানের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের ১০ বছর কারাদণ্ড

দণ্ডিতদের ১ কোটি ১৫ লাখ টাকা অর্থদণ্ড

অপরাধ ও আদালত
0

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলমার্কের নামসর্বস্ব প্রতিষ্ঠান খান জাহান আলী সোয়েটার্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ জনের ১০ বছর কারাদণ্ড ও প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় সোনালী ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তাকে দেয়া হয়েছে ৩ বছরের কারাদণ্ড। আজ (সোমবার, ৭ এপ্রিল) এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন।

মামলার এজাহারে বলা হয়, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা থেকে ২০১২ প্রায় ১ কোটি ১৪ লাখ টাকার বেশি অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে হলমার্ক গ্রুপ ও তাদের বেনামি প্রতিষ্ঠান খানজাহান আলী সোয়েটার্স। এ অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করে দুদক।

ইএ