এদিকে থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় রাতেই ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনের নামে লালপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ছাত্রদল।
আরো পড়ুন:
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের মামলায় ছাত্রদল নেতা রুবেল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় হাজির হয়ে রুবেলকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এসময় অসম্মতি জানালে একপর্যায়ে থানা থেকে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
এই ঘটনায় রাতেই ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনের নামে লালপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে রুবেলের বোন রূপা খাতুন, ফারজানা ইয়াসমিন বৃষ্টি এবং যুবদল নেতা মাসুদ রানাকে আটক করে পুলিশ।
আজ দুপুরে লালপুর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নাটোর সদর থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।