আজ (শুক্রবার, ২ আগস্ট) রাজধানীর কাওরানবাজারে ‘আমরা গণমাধ্যম কর্মী’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ‘যে চারজন সাংবাদিক নিহত হয়েছেন তারা গুলিতেই মারা গেছেন।’
এ সময় তারা সব ধরনের গুলির ঘটনা বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
একজন টেলিভিশন সাংবাদিক বলেন, ‘আমাদের সহকর্মীদের আন্দোলনকারীরা মারধর করেছে। আমরা পুলিশের আক্রোশের শিকার। আমরা আসলে কোথায় যাব?’
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দেবে কে। আমরা যে চার ভাইকে হারালাম, আরো কত ভাই আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেয়ার প্রয়োজন মনে করেছে? করেনি।’
আরেক সংবাদকর্মী বলেন, ‘প্রত্যেক ফটোগ্রাফার, রিপোর্টার, ক্যামেরাপার্সন থেকে শুরু করে ড্রাইভার প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে। এ আতঙ্ক কবে কাটবে? সাংবাদিক ইউনিয়ন থেকে শুরু করে সাংবাদিক নেতারা টকশোতে অনেক গাল-গল্প করেন, আমি নিন্দা জানাই।’