দেশে এখন
0

নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তির দাবিতে পরিকল্পনাবিদদের মানববন্ধন

রাজধানীর বাংলামোটরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ নিহতদের ন্যায়বিচার, সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং আটককৃত নিরপরাধ শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিকল্পনাবিদরা।

আজ (শুক্রবার, ২ আগস্ট) সকাল ১১টায় প্ল্যানার্স টাওয়ারের সামনে তুমুল বৃষ্টি উপেক্ষা করে নগর পরিকল্পনাবিদরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিলুর রহমান  ও অধ্যাপক ড. আকতার মাহমুদ কথা বলেন।

এ সময় নগরবিদরা চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৯ দফা দাবি বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর