দেশে এখন
0

বুধবার থেকে স্বাভাবিক সময়ে চলবে সব অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়

আগামীকাল ( বুধবার, ৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়ে চলবে সরকারি, বেসরকারি অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে বলে জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।

আজ (মঙ্গলবার, ৩০ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামীকাল থেকে সকল ব্যাংকের লেনদেন ও অফিস স্বাভাবিক সময়ে হবে। সেক্ষেত্রে ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ব্যাংকের সাথে শেয়ারবাজারের লেনদেনও আগের সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত বুধবার (২৪ জুলাই) সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যপাড়ার কার্যক্রম শুরু হয়। ওইদিন থেকে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

এর পর রোববার (২৮ জুলাই) থেকে আজ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস কার্যক্রম চলেছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি, সময়সূচি সীমিত করে অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

অবশেষে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল থেকে স্বাভাবিক সময়ে অফিস সময়সূচির ঘোষণা দিল সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর