দেশে এখন
0

আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পরামর্শ মেয়র আতিকুলের

আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ-উপাচার্যরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষদের সাথে গুলশানে মতবিনিময় করেন উত্তরের মেয়র।

শিখন ঘাটতি যেন তৈরি না হয় সে জন্য অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে মতামত দিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের প্রতি কঠোর বক্তব্য না দিয়ে নরম ভাবে তাদেরকে নিয়ন্ত্রণের ব্যাপারে মতামত এসেছে এই মতবিনিময় সভায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই মতবিনিময় সভা হয়েছে জানিয়ে উত্তরের মেয়র আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচের দায়িত্ব নেয়ার কথা জানান। 

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর