অপরাধ ও আদালত
দেশে এখন
0

বেনজীরের ব্যাংকে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে: দুদক আইনজীবী

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যাংকে অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। আজ (রোববার, ২৮ জুলাই) হাইকোর্টকে এ তথ্য জানান তিনি।

দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে ঢাকায় মোট ১২টি ফ্ল্যাট, বিভিন্ন জেলায় ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ মে তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। গত ৫ জুন বেনজীর আহমেদ আইনজীবীর মাধ্যমে ১৫ দিন বাড়তি সময় চেয়ে আবেদন করেন।

তবে দুদক কার্যালয়ে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। হাজিরা দিতে তার চাওয়া ১৫ দিনের শেষ দিনে উপস্থিত না হয়ে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর