দেশে এখন
0

কড়া নিরাপত্তায় ছিল সচিবালয়; মন্ত্রী-প্রতিমন্ত্রী যা বললেন

কারফিউ শিথিলের পর জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। আজ (বুধবার, ২৪ জুলাই) তিন দিনের সাধারণ ছুটির পর অফিস খোলায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ছিল কড়া নিরাপত্তা। এদিন চলমান বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আলাদাভাবে কথা বলেন একাধিক মন্ত্রী।

চলমান কারফিউয়ের পঞ্চম দিনে ৭ ঘণ্টা শিথিলে ব্যস্ততা বাড়ে অফিসগামীদের। এদিন সচিবালয়ে মন্ত্রণালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রবেশদ্বারে। প্রবেশ করতে দেয়া হয়নি দর্শনার্থীদের।

আজ সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও। নিজ নিজ মন্ত্রণালয়ে নিয়মিত কাজের পাশাপাশি বৈঠক করেন তারা। আলোচনায় ছিল সাম্প্রতিক ঘটনাবলি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত স্থাপনা ধ্বংসকারীদের খোঁজা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিল দেয়ার ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।'

দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের পরিবাররা। নিহত চার সদস্যের জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ ২ লাখ টাকা করে ৮ লাখ টাকার সঞ্চয়পত্র আর স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় ৫ লাখ টাকার চেক।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে। এছাড়া যত তাড়াতাড়ি সম্ভব কারফিউ তুলে দিতে সরকার কাজ করছে।'

পরে দুপুর ২টার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী আর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা আর চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার।'

সচিবালয়ের পাশাপাশি এদিন আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়সহ পাসপোর্ট অফিস ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।