লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে পণ্ড পোশাক শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা

দেশে এখন
0

আজকের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিকরা। এর আগে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে পণ্ড হয় শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা।

আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

একপর্যায়ে শ্রমিকদের একটি দল সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় শ্রমিকদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারো শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে পুলিশি হামলার নিন্দা জানান।

ইএ