দেশে এখন
0

বিটিভির মূলভবনে আগুন, যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার বন্ধ

কোটাবিরোধী আন্দোলনকারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) মূলভবনে আগুন দেয়া হয়েছে। এতে যান্ত্রিক ত্রুটির দেখা দেয়ায় সম্প্রচার বন্ধ রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) সন্ধ্যায় বিটিভির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।’

এর আগে দুপুরে রাজধানীর রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের ভবনে হামলা চালায় কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।