দেশে এখন
0

রাজধানীতে আজকের মতো মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা

কোটা সংস্কারের দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে আজকের জন্য মেট্রোরেল চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) বিকালে এক ঘোষণায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ এ কথা জানায়।

এর আগে দুপুরে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল বন্ধের ঘোষণা দেয়া হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজ বেলা ২ টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোট্রেন চলাচল স্বাভাবিক আছে।

নিরাপত্তার কারণে মেট্রোরেলের ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে বলেও জানায় ডিএমটিসিএ।

গতকাল (বুধবার, ১৭ জুলাই) দেয়া ঘোষণার প্রেক্ষিতে আজ সকাল থেকে চলমান কর্মসূচির আওতামুক্ত রয়েছে হাসপাতাল, গণমাধ্যম, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স। অন্যদিকে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর