দেশে এখন
0

কোটা আন্দোলনকারীদের পক্ষে সরকার, চাইলে আজই বসতে রাজি: আইনমন্ত্রী

শুনানি এগিয়ে নিতে রোববার আপিল বিভাগে আবেদন

সরকার কোটা আন্দোলনকারীদের পক্ষে রয়েছে, তাদের সঙ্গে আজই আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) দুপুরে জাতীয় সংসদ চত্বরে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো এবং তারা আজকে রাজি হলে আজকেই আমরা বসতে রাজি আছি।'

তিনি বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত। সরকার আন্দোলনকারীদের পক্ষে রয়েছে।’

আনিসুল হক বলেন, 'প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন, আগামী ৭ আগস্ট যে মামলার শুনানি হওয়ার কথা ছিল সেটির শুনানি এগিয়ে আনার ব্যবস্থা নিতে। আমি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, তিনি আগামী রবিবার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করবেন। যেন আদালত মামলার শুনানির তারিখ এগিয়ে আনেন।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিটির ঘোষণা দিয়েছিলেন। সেজন্য আমরা হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেয়ার জন্য কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে।'

আর পড়ুন: ‘কমপ্লিট শাটডাউন': রাজধানীসহ সারাদেশে পুলিশ-আন্দোলনকারী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ

এসময় আন্দোলন প্রত্যাহারে আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, 'সরকার শিক্ষার্থীদের দিক বিবেচনা করে এই দাবিগুলোতে রাজি হয়েছেন, তাই আমার মনে হয় আজকে থেকে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। আমি সেই তাগিদে তাদেরকে আহ্বান জানাচ্ছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসেবে অনুরোধ করছি তারা যেন সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে।'

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে দেরি কেন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'শিক্ষার্থীরা আজকে প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে। আমরা আজকে রাজি হয়েছি।'

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনে রাজপথে রয়েছেন শিক্ষার্থীরা। যা সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) এই আন্দোলনে সারাদেশে ৬ জনের মৃত্য হয়। আজ দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সকাল থেকে দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে পুলিশসহ ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এসএস