অবরোধের সময়, সড়কে আগুন জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে কোটা সংস্কারের দাবি জানানোর পাশাপাশি রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণের প্রতিবাদ করে শিক্ষার্থীরা।
তখন যান চলাচল বন্ধ থাকায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়৷
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকারসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এএসপি শহিদুল ইসলাম সোহাগ বলেন, 'বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক।'