দেশে এখন
0

পেনশন স্কিম 'প্রত্যয়' নিয়ে শিক্ষকদের দাবিদাওয়া আলোচনা করে সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পেনশন স্কিম 'প্রত্যয়' নিয়ে শিক্ষকদের দাবিদাওয়া আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সকল শিক্ষকদের মর্যাদা বিবেচনায় আলোচনা সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরা হবে ও স্কেল প্রদানে আলোচনা হবে বলেও জানান তিনি।

আজ ( শনিবার, ১৩ জুলাই) শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের বৈঠক হয়। এসময় ওবায়দুল কাদের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানান।

পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকদের লিখিত বক্তব্য সুযোগ হলে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, 'আমরা এখন কোনো মন্তব্য করবো না। আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। আমরা নিজেরা ফেডারশনে সভা করে সিদ্ধান্ত নিবো। সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে।’

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

ইএ