দেশে এখন
0

'শিক্ষকদের জন্য মানহানিকর কোনো সিদ্ধান্ত মেনে নেয়া হবে না'

সর্বজনীন পেনশন স্ক্রিম 'প্রত্যয়' বাতিলের দাবিতে লাগাতার ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এক সপ্তাহের বেশি সময় ধরে টানা কর্মসূচিতে বন্ধ আছে সরকারি বিশ্ববিদ্যালয়।

সরকারের অর্থ বিভাগ থেকে 'প্রত্যয়' পেনশন স্ক্রিম ঘোষণার পরই প্রতিবাদ জানায় শিক্ষকরা। এরপর তারা ক্লাস, পরীক্ষা বন্ধ করে লাগাতার ধর্মঘট শুরু করেন। আজ (সোমবার, ৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন।

সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ অধ্যাপক সম্পাদক জিনাত হুদার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষক, অনুষদের ডিনরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রত্যয় পেনশন স্ক্রিম বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য মানহানিকর কোনো সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।

এই পেনশন স্ক্রিমকে ষড়যন্ত্রমূলক ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা প্রতিবাদ মিছিল করেন।

এসএস