সরকারের অর্থ বিভাগ থেকে 'প্রত্যয়' পেনশন স্ক্রিম ঘোষণার পরই প্রতিবাদ জানায় শিক্ষকরা। এরপর তারা ক্লাস, পরীক্ষা বন্ধ করে লাগাতার ধর্মঘট শুরু করেন। আজ (সোমবার, ৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন।
সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ অধ্যাপক সম্পাদক জিনাত হুদার সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষক, অনুষদের ডিনরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রত্যয় পেনশন স্ক্রিম বাতিল করতে হবে। শিক্ষকদের জন্য মানহানিকর কোনো সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।
এই পেনশন স্ক্রিমকে ষড়যন্ত্রমূলক ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা প্রতিবাদ মিছিল করেন।