দেশে এখন
0

হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষের সাথে ডিএমপি ট্রাফিকের সমন্বয় সভা

দেশের ৪০টি জেলার পরিবহন হানিফ ফ্লাইওভার কেন্দ্রিক যাতায়াত করে। হানিফ ফ্লাইওভার কেন্দ্রিক ট্রাফিক প্রেসার কমিয়ে আনার লক্ষ্যে ট্রাফিক ওয়ারি ডিভিশন, ট্রাফিক লালবাগ ডিভিশন ও ট্রাফিক মতিঝিল ডিভিশনের কর্মকর্তাদের সাথে হানিফ ফ্লাইওভারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অরিয়ন গ্রুপের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আজ ( শনিবার, ২৯ জুন)  ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বিপিএম (বার) পিপিএম (বার)  এ সভার সভাপতিত্ব করেন। 

সভা সঞ্চালনা করেন ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম। ওরিয়ন গ্রুপের প্রতিনিধি দলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এরফানুল আজিম।

আলোচনায় ওরিয়ন গ্রুপ কর্তৃক হানিফ ফ্লাইওভারের  উপর দিয়ে চলাচলকারী পরিবহন থেকে আরএফআইডির মাধ্যমে টোল আদায়ের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়। 

উল্লেখিত তিনটি ট্রাফিক বিভাগের সমন্বয়ে প্রচারণা চালনার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া শীঘ্রই এক মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধনের আয়োজন করা হবে। 

একটি নির্দিষ্ট সময় সকল পরিবহনের ক্ষেত্রে বেধে দেয়া হবে যাতে উল্লেখিত সময়ের মধ্যে সবাই আরএফআইডি কার্ড গ্রহণ করে। 

ফ্লাইওভারের উপরের বাস যাতে যখন-তখন  লেন পরিবর্তন করতে না পারে, যেখানে সেখানে বাস পার্কিং করতে না পারে, যেখানে সেখানে যাত্রী উঠা-নামা করতে না পারে - সেজন্য সমন্বিতভাবে ড্রাইভ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 

ট্রাফিক ওয়ারী বিভাগের সাথে যৌথভাবে অপারেশন কন্ট্রোল রুম স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কুতুবখালি ফ্লাইওভার ইনকামিং এর রাস্তার  ফেন্সিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ট্রাফিক মতিঝিল বিভাগ ও ট্রাফিক লালবাগ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর