কমলাপুরের মাটি ছুঁয়েছে চিলাহাটি থেকে আসা নীলসাগর এক্সপ্রেস। যাত্রীদের দ্রুত গতির পায়ে হাঁটা জানান দিচ্ছে রাজধানীর কর্মব্যস্ততা।
গ্রামের সবুজ আঙ্গিনায় ঈদের আনন্দ ভাগাভাগি করে কংক্রিটে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদকে ঘিরে কমলাপুরে ভিড়হীন চিত্র জানান দিচ্ছে ভিন্ন এক গল্পের। ট্রেনে চাপ কম থাকায় যেন অস্বস্তির নগরে স্বস্তির যাত্রা।
একদিকে ছুটি কাটিয়ে যেমন রাজধানীতে ফিরছে কর্মজীবীরা ঠিক তার উল্টো চিত্রও দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদযাত্রার ভিড় এড়াতে কিংবা ছুটি না পাওয়ায় রাজধানী ছেড়ে সবুজের বুকে ফিরছেন অনেকে।
কমলাপুরের মত প্রায় একই চিত্র সায়েদাবাদ বাস টার্মিনালেও। ঈদ শেষে স্ত্রী সন্তান নিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। সাপ্তাহিক ছুটি, ফাঁকা রাস্তা ও যাত্রী চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের, তবে অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ার।
টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে দেয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও যাত্রীদের চাপ সেভাবে লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন মাঝখানে শুক্র-শনি সাপ্তাহিক ছুটি হওয়ায় যাত্রীচাপ কম থাকলেও আগামীকাল থেকে বাড়তে থাকবে রাজধানীমুখী মানুষের ভিড়।