এছাড়া ছাতক উপজেলায় উজানের ঢলের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭টি উপজেলার পানিবন্দি মানুষের উদ্ধার কাজে প্রশাসন তৎপর রয়েছে। পানিবন্দি মানুষের আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য স্পিডবোট ও নৌকা ব্যবহার করা হচ্ছে। এদিকে ৫১৬ টির মতো আশ্রয়কেন্দ্রে মানুষ আসা শুরু করেছে। আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
এছাড়া ২০২২ সালের বন্যার পর থেকে এই এলাকার ২৫ লাখ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে থাকেন। কারণ সেসময় ৫০ হাজার ঘরবাড়িসহ গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়।