দেশে এখন
0

শ্যামলী হাউজিংয়ে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

রাজধানীর গাবতলীর শ্যামলী হাউজিংয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে এক জনের মৃত্যু হয়েছে। এতে অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ (১১ জুন, মঙ্গলবার) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার ১২ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি বিষাক্ত গ্যাসের পরিত্যক্ত সেই সিলিন্ডার। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ক্রাইম ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে গাবতলী বেড়িবাঁধ রোডের পাশের একটি ভাঙারি দোকানদার একটি সিলিন্ডার ভাঙার চেষ্টা করেন। এসময় সেটি নির্গত গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

বিষাক্ত ধোঁয়ায় দিক্বিদিক ছুটতে থাকেন এলাকাবাসি। সেসময় এলাকাবাসির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। কোনো উপায় না পেয়ে তারা দিক বেদিক ছুটোছুটি করতে থাকেন। ঘর ছেড়ে পাশের এলাকায় চলে যেতে বাধ্য হোন।

সিলিন্ডার থেকে নির্গত রাসায়নিকের প্রভাবে প্রভাবে মারা গেছেন একজন। অসুস্থ অন্তত অর্ধশতাধিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনাস্থলের পাশেই রিকশা চালকদের গ্যারেজ। সেখানে রাতে ঘুমাচ্ছিলেন ২০ জন চালক। হঠাৎ নির্গত গ্যাসে সবাই অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরেছেন বটে, কিন্তু দুর্বলতা কাটছেইনা।

এলাকাবাসি জানান, স্থানীয় এক ভাঙ্গারি দোকানদার গ্যাস সিলিন্ডারটি ভাঙার চেষ্টা করছিলেন। ঠিক তখনই এর থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এরপর থেকে ওই দোকানদারকে পাওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকে প্রায় ৯ ঘণ্টা এ এলাকায় অবস্থান করা খুব কষ্টসাধ্য ছিল।

রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সাভির্স।