দেশে এখন
0

মেট্রোরেল চলাচলে বিঘ্ন, ২ ঘণ্টা পর স্বাভাবিক

মেট্রোরেল চলাচলে আজ (বৃহস্পতিবার, ৩০ মে) সকাল থেকে কিছুটা বিঘ্ন ঘটে। আজ সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বিরতি নিয়ে চলাচল করে মেট্রোরেল।

১৫ মিনিট পর পর চলাচল করা স্টেশনগুলোতে ভিড় জমে যায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সকালে জানানো হয়, 'অনিবার্য কারণবশত অদ্য ৩০/০৫/২৪ তারিখ মেট্রোরেল ১৫ মিনিট Headway তে চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত Headway চালু হলে জানানো হবে।'

তবে কিছুক্ষণ পরই একই পেজ থেকে জানানো হয়, 'সকাল ১০.১০ মিনিট হতে মেট্রোরেল পূর্বের নির্ধারিত Headway তে চলাচল শুরু হয়েছে।'

সাধারণত পিক আওয়ারে ৮ মিনিট পর পর চলাচল করে মেট্রোরেল। অফ-পিক আওয়ারে ১২ মিনিট পর পর। আর বিশেষ অফ-পিক আওয়ারে ১০ মিনিট পর পর চলাচল করে মেট্রোরেল।

উত্তরা থেকে মতিঝিল অভিমুখে মেট্রোরেলের পিক আওয়ার সকাল ৭টা ৩৪ মিনিট থেকে ১১ টা ৪৮ মিনিট এবং বিকেল ৩ টা ১৩ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত। আর এর বিপরীত মুখে অর্থাৎ মতিঝিল থেকে উত্তরা রুটে পিক আওয়ার ৮টা ১ মিনিট থেকে ১২টা ৮ মিনিট এবং বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।