দেশে এখন
0

দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনস ক্রু আটক

এপিবিএন কাস্টমস এবং এনএসআই'র যৌথ অভিযানে সৌদি এয়ারলাইনসের এক কেবিন ক্রু'কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রায় দুই কেজি (১৯৭৯ গ্রাম) স্বর্ণ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটককৃত কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন। তিনি এসভি-৮০৪ ফ্লাইটে কর্মরত আছেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন কাস্টমস এবং এনএসআই আটক করে গ্রিন চ্যানেলে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশি করা হলে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি ও ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়।

এরপর অভিযুক্ত কেবিন ক্রুর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসভি-৮০৪ ফ্লাইটটি গতকাল রাতে ঢাকায় আগমনের কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে ভারতের হায়দ্রাবাদে ল্যান্ড করে। এরপর আবহাওয়া ভালো হলে ঢাকায় অবতরণ করে।