মন্ত্রী বলেন, 'ঘূর্ণিঝড়কালীন প্রস্তুতি হিসেবে কোস্ট গার্ড, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। উপকূলীয় এলাকায় সব সময় মনিটরিং করছে কোস্ট গার্ড।'
তিনি বলেন, 'উপকূলীয় বন্দিদের নিরাপদে সরিয়ে নিতে সকল প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রচুর বৃষ্টির সম্ভাবনা হতে পারে।'
ঘূর্ণিঝড়কালীন লুটপাট রোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান।
এদিকে জরুরি সেবা দেয়ার জন্য বিশেষ কন্ট্রোলরুম খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৯৯৯ সার্ভিস সচল থাকবে জরুরি সেবার জন্য। ফোনের আবেদন চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।