পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, দিরাই ও শাল্লার দুই উপজেলার ৬ থেকে ৭ হাজার মানুষ শনিবার ভোরে বিভিন্ন ধরনের জাল ও পলো নিয়ে আনোয়ারপুর ও দত্তগ্রামের মধ্যবর্তী সোমা গ্রুপ জলমহালের নাইন্দা বিলের মাছ লুট করতে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দিরাই থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আনোয়ারপুর এবং দত্তগ্রামের লোকজনের সহযোগিতায় মাছ লুটকারীদের প্রতিহত করেন। এসময় মাছ লুটকারীদের কয়েকটি পলো ভেঙে ও কয়েকটি জাল ছিড়ে দেওয়া হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, 'সোমা গ্রুপ জলমহালের নাইন্দা বিলে মাছ ধরার খবর পেয়ে ভোরেই যৌথবাহিনী সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মাছ লুটকারীদের প্রতিহত করা হয়েছে। মাছ ধরার কয়েকটি পলো ভেঙে ও কয়েকটি জাল ছিড়ে দেওয়া হয়েছে। পুলিশ জলমহালের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই লুটপাটকারীদের ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। '