দেশে এখন

‘ঢাকা সিটিতে অটোরিকশা চালু রাখার সিদ্ধান্ত, বন্ধ থাকবে হাইওয়েতে’

ঢাকা সিটিতে ব্যাটারিচালিত রিকশা (অটোরিকশা) চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানবিক কারণে মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীতে আয়োজিত বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আজ (সোমবার, ২০ মে) তিনি এ কথা জানিয়েছেন।

তবে ঢাকা সিটিতে অটোরিকশা চললেও বন্ধ থাকবে হাইওয়েতে।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটিতে ব্যাটারিচালিত রিকশা মানবিক কারণে চালু রাখার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। তবে হাইওয়েতে চলবে না।’

তিনি জানান, ২২টি মহাসড়কে নিষিদ্ধ থাকবে অটোরিকশা চলাচল। ফিডার রোডে চলতে পারবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতির কারণে এই সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভের সময় পুলিশ বক্সে আগুন। ছবি: এখন টিভি ( রোববার, ১৯ মে)

গত বুধবার (১৫ মে) ব্যাটারিচালিত রিকশা যেন রাজধানীতে চলতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের। বনানীর বিআরটিএর কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দিয়েছিলেন।

অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়ে তিনি সেদিন বলেন, ‘ব্যাটারিচালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে।’

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা। ছবি: এখন টিভি ( রোববার, ১৯ মে)

এর নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল (রোববার, ১৯ মে) দিনভর রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দেয়ার পাশাপাশি তারা ভাঙচুর করে ১০টি যানবাহন।

আজও ফের দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এদিন সকাল ১০টায় রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেন তারা। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর