এপ্রিলজুড়ে তীব্র তাপদাহের পর মে মাসের বৃষ্টি সপ্তাহখানেক স্বস্তি দিয়েছে। তবে বুধবার (১৫ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি স্পর্শ করার পর আবারও অস্বস্তির শুরু। তৃষ্ণার্ত মানুষ নাগালের মধ্যে থাকা যে কোনো পানীয়তেই ভরসা রাখছেন।
একজন রিক্সাওয়ালা বলেন, 'রিক্সা নড়ানোই যায় না। একটা যাত্রী উঠলে মনে হয় চাকা ধরে কামড়ায় পিচ। গলে নরম হয়ে থাক রাস্তার পিচ।'
বৃহস্পতি (১৬ মে) ও শুক্রবার (১৭ মে) টানা ৪৮ ঘন্টা সারাদেশে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইতে থাকবে জানিয়ে হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার (১৮ মে) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, 'আজ এবং আগামীকাল তাপমাত্র বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১৮ মে দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কালবৈশাখি ঝড়ের সম্ভাবনা আছে।'
২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস এ বছরেই দেখেছে বাংলাদেশ। এতে হিটস্ট্রোকে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। তবে চলতি বছরে সামনের দিনগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলিসিয়াসের আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।