দেশে এখন

শেরপুরে ১৩শ বস্তা চিনিসহ আটক এক

শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এক হাজার ২শত ৯২ বস্তা চিনিসহ রুহুল আমিন (৪০) নামে এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ।

তবে ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া গ্রামের আছাদ্জ্জুামানের ছেলে মো. শাকিল (৩৪) নামে আরেকজন পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজারে ভারতীয় চোরাই চিনি মজুদ রয়েছে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় উপজেলার বুরুয়াজানী গ্রামের শের আলীর ছেলে মো. রুহুল আমীনকে আটক করে পুলিশ। পরে রুহুলের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে তার বসতবাড়ী থেকে এবং পরে কাকরকান্দি বাজারের দুটি ভাড়া গোডাউন থেকে একে একে জব্দ করা হয় কয়েক শত বস্তা চিনি।

পুলিশ জানায়, রাতভর চিনির বস্তা ট্রাকে করে নালিতাবাড়ী থানায় আনা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে ১ হাজার ২ শত ৯২ বস্তা চিনি (৬৪ হাজার ৬০০ কেজি) পাওয়া গেছে। চিনিগুলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটক রুহুল আমিন।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর