দেশে এখন

কাল সন্ধ্যায় কতুবদিয়া পৌঁছাতে পারে এমভি আবদুল্লাহ

আগামীকাল সন্ধ্যায় সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাতে পারে। মঙ্গলবার (১৪ মে) বিকালে ২৩ নাবিককে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে, এমনটাই জানিয়েছে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম।

এর আগে গত ১ মে মধ্যরাতে এমভি আবদুল্লাহ জাহাজ চট্টগ্রামের উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসীমা ত্যাগ করে বলে তথ্য নিশ্চিত করেন জাহাজের প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামান।

২৩ নাবিকসহ জাহাজটি গত ২১ এপ্রিল বিকেলে শারজাহ বন্দরের বহির্নোঙর করে। পরদিন ২২ এপ্রিল রাতে জেটিতে নোঙর ফেলে। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয়। এর ৩৩ দিন পর গত ১৩ এপ্রিল জলদস্যুরা জাহাজটি ছেড়ে চলে যায়। এরপর আমিরাতের উদ্দেশে রওনা হয় জাহাজটি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর