এসব পণ্যের কারণে রাজধানীতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আর ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। যারা নগরবাসীকে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মেয়র।
জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের সচেতন করছেন মেয়র আতিক। ছবি: এখন টিভি
মেয়র আতিক বলেন, 'যারা খালগুলোতে এ সমস্ত জিনিসপত্র ফেলেছে আমরা যদি তাদেরকে শনাক্ত করতে পারি তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গত ৬ মাস যাবত আমরা পরিষ্কার করছি আর অন্যদিকে ভরাট হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আজকের আয়োজন।'
মেয়র আরও বলেন, 'খালগুলো পরিষ্কার করা হলেও জনসচেতনতার অভাবে রাজধানীবাসিই খালগুলোতে বর্জ্য ফেলছে। তাই ঢাকাবাসীদের নিজেদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।'
এদিকে জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের সচেতন করা হয়। জলাবদ্ধতা নিরসনে ১৬১০৬ এই নম্বরে ফোন দিলে কুইক রেসপন্স টিম সাথে সাথে কাজ করবে। বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ টি অঞ্চলে ১০ টি টিম কাজ করছে।