আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় এতথ্য নিশ্চিত করেছে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।
পুলিশ জানায়, নকলা উপজেলার কুলাদ্রি গ্রামের তানিয়া আক্তার ও লতিফুর রহমান দম্পতির আড়াই মাসের কন্যা শিশু লাবিবাকে গত ১৫ ফেব্রুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে শেরপুর নিয়ে আসে। পরে শহরের বটতলা এলাকার নিরাপদ ক্লিনিকে শিশু চোর চক্রের সদস্য জরিনা (৪৮) শিশুর মাকে বোকা বানিয়ে শিশুটিকে চুরি করে। পরদিন জরিনা শিশুকে টাঙ্গাইল জেলা সদরের এক নিঃসন্তান দম্পতির কাছে ১ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
ঘটনার পর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে শিশু চোর চক্রের প্রধান জরিনা আক্তারকে (৪৮) আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলা সদরের একটি বাড়ি থেকে শিশু লাবিবাকে উদ্ধার করা হয়।
এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, থানায় মামলা দায়ের পর আসামি জরিনাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।