নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার প্রথম ধাপে ১৩৯টি উপজেলার ভোটগ্রহণ হচ্ছে। যার মধ্যে ২২টিতে ইভিএম আর বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম ধাপের নির্বাচনে। এই ধাপে ৫৭০ জন চেয়ারম্যান পদে, ৬২৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪৪০ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
যাদের মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছে ৫ উপজেলার ৮জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০জন। মোট ২৮জন প্রার্থী।
মঙ্গলবার (৭ মে) উপজেলাগুলোর ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সোমবার (৬ মে) এসব উপজেলায় প্রচারণা শেষ হয়েছে।
৪ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট হচ্ছে।