রাজনীতি
দেশে এখন
0

‘উপজেলা নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না’

উপজেলা নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করা যাবে না। প্রশাসনের প্রভাব বিস্তার ও নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নেতা কর্মীরা কাজ করছে। আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি, যাতে উপজেলা নির্বাচনে কোনো সহিংসতা না হয়।

আজ (শুক্রবার, ৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই মুহূর্তে দেশে যে বাস্তবতা চলছে তাতে বিরোধী দল বলতে কথাসর্বস্ব বক্তব্য-বিবৃতি ব্যতীত সভাসহ অন্য কোনো কর্মসূচি চোখে পড়েনি। আন্দোলনের নামে সারাদেশে যে কাজ করেছে তাতে করে জনগণের অনিহা তৈরি হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপির ঘরোয়া রাজনীতি ঝিমিয়ে পড়েছে। নেতারা আবার ক্ষমতায় আশা ব্যক্ত করলেও কর্মীরা হতাশ হয়ে পড়েছে।’

সেতুমন্ত্রী জানান, আগামী ১৭ মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালিত হবে। এজন্য এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে। বেকার সমস্যা সমাধানে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা করতে আমরা দলকে সাজিয়ে নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। ১৪ দলীয় জোটকে সঙ্গে নিয়ে আমরা বাস্তবতা মোকাবেলা করতে চাই।’

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়া আটকে আছে আইনের ফাঁকে। তার নামে আওয়ামী লীগ মামলা করেনি। বিএনপির নেতাদের উপেক্ষা, অবহেলার জন্য ১ বছরে যে বিচার শেষ হতো তা ১০ বছরেও শেষ হয় নি।’

তিনি বলেন, ‘বিএনপি রাজপথে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। শেখ হাসিনার উদারতার জন্য খালেদা জিয়ার শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’ বিদেশি চিকিৎসক এসে দেখেছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ইএ