মানবসেবার নামে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি কার্যালয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, 'মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে মানবপাচার, নির্যাতনসহ প্রতারণার মামলার করা হবে। মিডিয়া যতো অভিযোগ এসেছে সব বিষয়েই তদন্ত করা হবে। তাকে রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ।'
সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। অনেকে তার বিষয়ে মুখ খুলতে থাকেন।