দেশে এখন
0

শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৬ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে শীর্ষপর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

এর আগে সকালে এ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। এ সময় নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রী।

সংবর্ধনার পর থাইল্যান্ডের সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান গার্ড প্রদান করেন। পরে সরকারপ্রধান প্যারেড পরিদর্শন করেন।

সফরের এই দিনকে থাইল্যান্ড ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এ দিন দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পর থাইল্যান্ডের মন্ত্রিসভার সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দুইপক্ষের আলাপ আলোচনার পর দুই প্রধানমন্ত্রীর সামনে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট তিনটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) ব্যাংককে চলমান জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ইউএসক্যাপের ওই অধিবেশনে আঞ্চলিক অস্থিরতা প্রশমন, যুদ্ধ বন্ধে ও দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য ভূমিকা নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের সরকারপ্রধান।

৭ দিনের এই সরকারি সফর শেষে আগামী ২৯ এপ্রিল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর