শিক্ষা
দেশে এখন
0

রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব প্রস্তুতি গ্রহণ: শিক্ষা মন্ত্রণালয়

আগামী (রোববার, ২৮ এপ্রিল) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও জানা গেছে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। আর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগমী ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

এদিকে আজ সচিবালয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে তাপমাত্রা সামনে আরও বাড়বে। সেক্ষেত্রে এই ছুটি বাড়বে কিনা এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনলাইনের বিষয়টি মাথায় আছে। কিন্তু সেটা পরের কথা। গ্রামেও স্কুল আছে, তারা অনলাইনে অভ্যস্ত না। সবদিক মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।’

উল্লেখ্য, সারাদেশে তাপপ্রবাহের কারণে গত রোববার থেকে পাঁচ দিনের জন্য দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়।