দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ২৮

বিদেশে এখন
0

দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৮ জনে। গৃহহীন ৩৮ হাজার মানুষ।

আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় এক লাখ একর এলাকা। বাসাবাড়িসহ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজারের বেশি স্থাপনা।

পুড়েছে অসংখ্য যানবাহন। আগুন ছড়াতে থাকায় অনেক জায়গায় সড়ক পরিবহন ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত শুক্রবার শুরু হয় এ দাবানল। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি এলাকায়।

আগুন নেভাতে নয় হাজার কর্মী, শতাধিক হেলিকপ্টার ও অন্যান্য যন্ত্রপাতি পাঠিয়েছে সরকার।

কিন্তু দমকা হাওয়ায় ব্যাহত হচ্ছে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হলেও পাঁচ মিলিমিটারের কম বৃষ্টিতে আগুন নিভবে বলেও আশাবাদী নয় কর্তৃপক্ষ।

ইএ