দেশে এখন

বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে এই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে মুজিব ব্যাটারি প্রথম আর্টিলারি ইউনিট হিসেবে মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে। বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন অঞ্চলে এই ইউনিট চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগী হিসেবে ফায়ারিং অপারেশনে গুরুত্বপুর্ণ অবদান রাখে।

মুজিব ব্যাটারি নামের এই আর্টিলারি ইউনিটের স্মৃতি সংরক্ষণ ও ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দিতে নির্মিত হয়েছে এই কমপ্লেক্স।

এরপর প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধুর অতি বাস্তব প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩ দশমিক ৭ ইঞ্চি হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদসহ নানা ঐতিহাসিক স্মৃতি ঘুরে দেখেন। পরে হালিশহরের দরবার হলে সেনাসদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

এই কমপ্লেক্সে জাদুঘর ছাড়াও অত্যাধুনিক প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমের জন্য নানা সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক মানের হল রয়েছে। সেনাবাহিনীর ফোর্সেস গোল-২০৩০ বাস্তনায়নে এই কমপ্লেক্স অনন্য অবদান রাখবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর