পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

সোমবার শুরু হচ্ছে ন্যাপ এক্সপো ২০২৪

আগামী সোমবার (২২ এপ্রিল) শুরু হচ্ছে জাতীয় অভিযোজন পরিকল্পনা-ন্যাপ এক্সপো ২০২৪। বুধবার (১৭ এপ্রিল) এক্সপোটির বিস্তারিত তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনসন্স অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) ব্যবস্থাপনায় আগামী ২২ থেকে ২৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ২০২৪ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নবম ন্যাপ এক্সপো আয়োজিত হতে যাচ্ছে।’

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘কার্বনের ব্যবহার না কমালে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা ২০২৫ সালের মধ্যে ২.৫ থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এর জন্য মূল দায় বর্তায় কার্বন নিঃসরণকারী বড় দেশগুলোর ওপর। এসব দেশ তাদের দায়িত্ব পালন না করলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা সম্ভব হবে না।’

ইউএনএফসিসিসি'র তত্ত্বাবধানে স্বল্পোন্নত দেশগুলির বিশেষজ্ঞ গ্রুপ এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। ন্যাপ এক্সপো ২০২৪ এ অংশগ্রহণের জন্য ১০৪টি দেশের ৩৮৩ জন নিবন্ধন করেছে যার মধ্যে ১১৪ জন বাংলাদেশি।

এছাড়া দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিওর প্রতিনিধি, শিক্ষার্থীসহ ৫৫০ জন অংশগ্রহণ করবেন। ইউএনএফসিসিসিতে এ পর্যন্ত ৫৩টি ন্যাপ দাখিল করা হয়েছে।

আয়োজকরা জানান, এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায়, বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় থেকে সবাই পারস্পরিকভাবে উপকৃত হতে পারবেন।

এছাড়া নিজস্ব জলবায়ু তহবিল নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের নিজস্ব সম্পদ থেকে এই তহবিলে এই পর্যন্ত ৪৯০ মিলিয়ন ডলার ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এছাড়া সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি বছর জলবায়ু পরিবর্তন অভিযোজন মাধ্যমে ৩ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ অর্থ ব্যয় করছে।

ইএ