দেশে এখন
0

নিয়ন্ত্রণে এস আলম গ্রুপের তেলের মিলের আগুন

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম ভেজিটেবল ওয়েল কারখানার অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, 'মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে শুরুতে আমাদের ৪টি ইউনিট যোগ দেয়। পরে আরও ৪ ইউনিট।'

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) সকালে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের ভেজিটেবল ওয়েল লিমিটেডের কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ইএ