দেশে এখন
শুরু হয়েছে ট্রেনের ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি
বন্ধ রাখা আন্তঃনগর ট্রেনের ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং ১১ এপ্রিল ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তঃনগর ট্রেন।

আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ হবে বলে জানানোর পর অনলাইন এবং অফলাইনে টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, 'যেহেতু আগামীকাল ঈদ হচ্ছে না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০,১১ ও ১২ এপ্রিলের বন্ধ রাখা টিকিট আজ থেকেই বিক্রি শুরু করার। এবং রাত ৯টা থেকে সে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে।'

এর আগে ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। এছাড়াও ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৩০ মার্চ।

আর এ তিন দিন অর্থাৎ ১০, ১১ ও ১২ তারিখের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভর করে বিক্রয় করা হবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাচ্ছে।

এমএসআরএস