ছুটির সময়ে ঈদের দিন ছাড়া অন্য দিনে বহিঃনোঙ্গর, সাইলো জেটি ঘাটে আমদানিকৃত খাদ্যশস্যের জাহাজ বা বার্জ খালাস বা বোঝাই, খাদ্যশস্য জরুরি পরিবহণ ও বিভিন্নখাতে বিলি-বিতরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
আজ (রোববার, ৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা আছে, দেশে খাদ্য অধিদপ্তরের অধীনে এলএসডি, সিএসডি, সাইলো, ওয়্যারহাউজ ও ফ্লাওয়ার মিলগুলোতে প্রচুর খাদ্যশস্য মজুত আছে। আগামী বুধবার (১০ এপ্রিল) থেকে সরকারি ছুটি শুরু হলে, এ মিলগুলোতে থাকা খাদ্যশস্যের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
পার্বত্য জেলাগুলোর স্থাপনা ও দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্থাপনাগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য জেলা বা উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করে খাদ্য বিভাগীয় স্থাপনাসমূহে দিনে-রাতে পুলিশি টহল ব্যবস্থা চালু রাখার জন্য অনুরোধ করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে।