দেশে এখন
0

৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খুলনার পাটকলের আগুন

খুলনার রূপসায় সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট ও নৌবাহিনীর তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসার জাবুসা এলাকায় পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, ‘বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’

আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরও তিন ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিস ছাড়াও নৌবাহিনীর তিন ইউনিটসহ কাজ করে প্রশাসনের সদস্যরা।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, ৩টি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচাপাট ছিল ১ হাজার ৩০০ টন যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই পাটগুলো কারখানাটি থেকে রপ্তানির উদ্দেশে প্রক্রিয়াজাত করা হচ্ছিল।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণের পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ইএ