দেশে এখন
0

মঙ্গল শোভাযাত্রায় কোনো বাঁধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় কোন বাঁধা নেই।'

আজ (সোমবার, ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'মঙ্গল শোভাযাত্রায় কোন বাঁধা নেই। কিন্তু সব অনুষ্ঠান করতে হবে সন্ধ্যা ৬ টার মধ্যে। ৬ টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না।'

এছাড়াও ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, 'অন্যান্য ব্যবস্থার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার করা হবে। ৯ তারিখে অপশনাল ছুটি হিসেবে থাকবে। যে কেউ চাইলে ছুটি নিতে পারবে।'

এসএস