স্বাস্থ্য
দেশে এখন
0

সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান ট্রেইনি চিকিৎসকদের, অবরোধ অব্যাহত

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে রোববার দুপুরে আবারও শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নামে পোস্ট গ্র্যাজুয়েশন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার করা হলেও মন গলেনি তাদের। দুপুর ১টা থেকে বিপুল সংখ্যক চিকিৎসক চিকিৎসা ব্যাহত করে, রাস্তা অবরোধ করে। এতে রাজধানীতে ছড়িয়ে যায় যানজট।

সাধারণ মানুষের ভোগান্তিতে দুঃখপ্রকাশ করলেও দাবি আদায়ে আর কোনো পথ খোলা নেই বলে জানান বিক্ষোভকারীরা। বলেন, বিগত সরকার ২০২৪ এর জানুয়ারি থেকে ভাতা ৩০ হাজার টাকা কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি কার্যকর হয় ডিসেম্বরে এসে। তাই এবার কারো মন ভোলানো আশ্বাসেই তারা সরে আসবেন না।

আন্দোলনরত এক ট্রেইনি চিকিৎসক বলেন, ‘আমরা আন্তঃরিকভাবে দুঃখিত। আমরা নিজেরাও এটা চাইনা যে মানুষ দুর্ভোগে পড়ুক। কিন্তু যাদের কাছে আমরা দাবিটা করতেছি তারা যদি অতি তাড়াতাড়ি আমাদের দাবিটা মেনে নিত তাহলে আমাদের শাহবাগ মোড়ে আসতে হতো না।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সায়েদুর রহমান ডাকে আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুপুরেই বৈঠকে বসে সচিবালয়ে। সেখানে দীর্ঘ মিটিংয়ের পর জানুয়ারি থেকে ৩০ ও জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা কার্যকরের প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাব নিয়ে প্রতিনিধিরা শাহবাগে এলেও প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা।

তবে এবার ৫০ হাজারের দাবি থেকে সরে এসে জানুয়ারি থেকেই ভাতা ৩৫ হাজার করে প্রজ্ঞাপন দেবার দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ট্রেইনি চিকিৎসকরা।

এএইচ