দেশে এখন
0

চতুর্থ দফায় ১১৮ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

চতুর্থ দফায় ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে চার পর্বের মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা গেজেট আকারে প্রকাশ করা হলো। রোববার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন এ তালিকা প্রকাশ করা হয়।

যাচাই-বাছাই করে মোট ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করা হয় বলে জানান মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় মুক্তিযোদ্ধাদের দেশের সম্পদ বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, 'মূলত দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। চার পর্বের মোট শহীদ বুদ্ধিজীবী ৫৬০ জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।'

যারা দেশের বাইরে আশ্রয়ে আছেন তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান মন্ত্রী। বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নাম প্রকাশ করা হবে এবং এই পরিবারগুলোকে আর্থিকভাবে সাহায্য করবে সরকার। এরই মধ্যে তাদের জন্য সরকার ঘর নির্মাণ করে দিয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ মোট ১৭টি ক্যাটাগরিভিত্তিক তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের (মধু দা’র) নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর