বিআরটিসি বহরে ৩৪০টি সিএনজিচালিত বাস যুক্ত হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, 'আগামী মাসেই দরপত্র। আর ভারত থেকে ১০০টি একতলা ইলেক্ট্রিক বাস আমদানি ও ৭টি চার্জিং স্টেশন প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে।'
তিনি আরও বলেন, ‘বিআরটিসির বাস সেবা পরিচালনায় আগে ম্যানেজমেন্ট সমস্যা ছিল, তবে এখন নেই।’ নগর পরিবহন প্রসঙ্গে বিআরটিসি চেয়ারম্যান বলেন, ‘নগর পরিবহনে লোকসান হয় বলে বাসের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না।’
আর ভবিষ্যতে দুর্নীতি কমে আসবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘বিআরটিসিতে ১০ থেকে ১২ শতাংশ দুর্নীতি আছে, এটা খুব বেশি নয়।’
এছাড়া তিনি দাবি করেন, বেসরকারি বাস পরিবহনের সঙ্গে সেবায় পিছিয়ে নেই বিআরটিসি। আরও জানান, কর্মচারীর বকেয়া বেতনসহ নানা খরচের কারণে সরকারের ১ হাজার কোটি টাকা পাওনা পরিশোধ করতে পারছে না বিআরটিসি।