প্রত্যক্ষদর্শীরা জানান, আইইউটির শিক্ষর্থীরা ছয়টি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘুরানোর সময় ওপরে বিদ্যুতের তারের সঙ্গে লেগে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে।
এ সময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিক্ষার্থীর শরীরে আগুন লেগে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন পাঁচ শিক্ষার্থী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া তিন শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রয়েছে। মৃত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানান, গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।