সারাদিন রোজা রেখে কম সময়ে জুস, শরবত বা মশলা বাটার ঝামেলা না পোহাতে মার্সেল নিয়ে এসেছে বিভিন্ন দাম ও মানের ব্লেন্ডার।
এসব ব্লেন্ডারের দাম ৩ হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৩৯০ টাকায পর্যন্ত। যেখানে ক্রেতাদের জন্য থাকছে মূল দামের ওপর ৮-১০ শতাংশ ছাড়। সাধ্যের মধ্যে দরকারি পণ্য পেয়ে সন্তুষ্ট ক্রেতারা।
তারা বলেন, ‘ব্লেন্ডার দিয়ে স্বল্প সময়ের মধ্যে কাজ করা যায়। মার্সেলের ওভেনগুলো ভালো। অফার চলছে তাই দোকানে আসা।’
রমজানে চাহিদা বেড়েছে মার্সেলের ব্লেন্ডারের। ছবি: এখন টিভি
পাওয়া যাচ্ছে প্রতিদিন ব্যবহারের গৃহস্থালি পণ্য। এর মধ্যে রাইস কুকারের দাম ১ হাজার ৬০০ থেকে ৪ হাজার ২৯০ টাকা। ইলেকট্রিক ও গ্যাসের চুলা পাওয়া যাচ্ছে ৪ হাজার ১৯০ থেকে ৯ হাজার টাকার মধ্যে।
সেহরিতে দ্রুত সময়ে খাবার তৈরি করার জন্য মার্সেলের অফার দেখে রাইস কুকার কিনতে এসেছেন ফাহাদ নামের এক চাকরিজীবী। দাম ও মান নিয়ে সন্তুষ্টির কথা জানালেন তিনি।
ফাহাদ বলেন, 'ব্যাচেলর থাকি, সেজন্য রান্না করতে সমস্যা হয়। তাই এখানে রাইস কুকার কিনতে এসেছি। যেহেতু অফার চলছে তাই অন্য কোথাও যাইনি।'
রাইস কুকার কিনতে এসেছেন চাকুরিজীবী ফাহাদ। ছবি: এখন টিভি
দেশি পণ্য সুলভ মূল্যে পাওয়ায় ক্রেতাদের আকর্ষণ গৃহস্থালী পণ্যেই বেশি বলে জানান এম এইচ ইলেকট্রনিক্সের মালিক মো. নজরুল ইসলাম শাহীন।
তিনি বলেন, 'মার্সেল এবার ঈদ উপলক্ষে বিশেষ কিছু অফার নিয়ে এসেছে। মার্সেলের পণ্য কিনে রেজিস্ট্রেশন করলে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারে। এছাড়াও আমাদের শো-রুমের পক্ষ থেকে কিস্তি সুবিধা দিয়ে থাকি। এতে ক্রেতাদের ভালো সারা পাচ্ছি।'
গৃহস্থালি পণ্য ছাড়াও মার্সেলে রয়েছে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিংমেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। সব পণ্যেই রয়েছে ক্যাশব্যাকসহ আকর্ষণীয় মূল্যছাড়।