রমজান শেষে আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে ভাসতে নতুন পোশাকের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। তাই আগে থেকেই শুরু হয়ে যায় পছন্দের পোশাক কেনার তোড়জোড়।
রমজান মাসের শুরুতে ঈদ বাজারে ভিড় অপেক্ষাকৃত কম থাকে। তাই অনেকে আগেভাগে প্রিয়জনের জন্য কেনাকাটা সেরে নেন। তৃতীয় রোজায় রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায় সে দৃশ্য।
দোকানগুলো এসেছে নতুন নতুন কালেকশন। গরমকে প্রাধান্য দিয়ে ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। বেশিরভাগ পোশাক রাখা হয়েছে সুতি কাপড়ের। ছেলে-মেয়ে-শিশু সবার জন্য রয়েছে সব ধরনের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস।
শবে বরাতের পর থেকেই বেচাকেনা জমে ওঠায় এখন বেশ ব্যস্ত সময় পার করছে নিউমার্কেট থেকে শুরু করে বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ীরা। বিশেষ করে সন্ধ্যার পর ভিড় বাড়ে ক্রেতাদের। মার্কেট ঘুরে দেখা যায় বাহারি কারুকাজ, হাতের নকশা, ব্লক, নানা রঙের কাপড়ে রঙের চাপসহ বিভিন্ন রঙিন নতুন পোশাকে সেজেছে বিপণি বিতানগুলো।
দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে ভিড়, তাই আগেভাগেই ঈদ কেনাকাটা সারছেন অনেকেই।
ক্রেতারা বলেন, 'ভিড়ের মধ্যে কেনাকাটা করে মজা পাই না। তাই আগেই চলে আসছি। অর্গান ও বুটিক কাপড়গুলোই বেশি দেখছি।'
বিক্রেতা জানান চলতি মাসের শুরু থেকেই ক্রেতা সমাগম ভালো রয়েছে। এবার ভালো ব্যবসা হতে পারে। বলেন, 'এখন যেহেতু তিন রোজা চলতেছে তাই ক্রেতা কিছুটা কম। আবার কাল-পরশু থেকে জমে উঠবে। মোটামুটি আমরা কাস্টমারের ভালো সাড়া পাচ্ছি। ঈদের বেচাকেনা আরও আগে থেকেই হচ্ছে।'
শো-রুমগুলোয়ও চলছে জমজমাট বেচাকেনা। তাতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও।