দেশে এখন
0

ইফতারের সময় যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা: ডিএমপি

রমজানে মানুষ সময়মতো ঘরে ফিরে যেন ইফতার করতে পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রমজানে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, যানজট এড়াতে রমজানে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা থাকবে। যাতে মানুষ সময়মত ঘরে ফিরে ইফতার করতে পারে।

এছাড়া, এই সময়ে যানজট কমাতে ওয়াসা, তিতাসসহ যারা উন্নয়ন কাজ করছেন তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার। চলমান কাজ রমজানে বন্ধ রাখার জন্য প্রয়োজনে এই সংস্থাগুলোকে ডিএমপি চিঠি দিবে বলেও জানান তিনি।

হাবিবুর রহমান আরও বলেন, রমজান ঘিরে সংগত কারণ ছাড়া যদি বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয় বা মজুত করা হয় তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাকে সাথে নিয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

এসএসএস