আজ (শনিবার, ২৯ মার্চ) সকালে ঈদুল ফিতর উপলক্ষ্যে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, 'ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা না করতে পারে, সে জন্য পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের ছুটিতে বিপণিবিতানগুলোর মালিকপক্ষকে নিরাপত্তা জোরদার করতে হবে।'
তিনি বলেন, 'ঈদ ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম, ৭১টি চেকপোস্ট বসানো হয়েছে। কোনো ফাঁকা বুলি নয়, দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই নগরবাসীর আস্থা অর্জন করেছে পুলিশ।'
ঈদকে সামনে রেখে জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আসন্ন উৎসবকে ঘিরে যেন অনলাইনে কোনো গুজব না ছড়ায়, সেদিকে ডিবির সাইবার টিম কাজ করছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।
এছাড়াও ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে। পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় বলে জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।